জগদীশচন্দ্র লাহিড়ী (১২.১১.১৮৫৮ – ৭.১২.১৮৯৪) মাজদিয়া-নদীয়া। উমাচরণ। ১৮৭৬ খ্রী হেয়ার স্কুল থেকে প্রবেশিকা এবং ডাফ কলেজ থেকে এফ.এ. পাশ করেন। ১৮৮৪ খ্রী. হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করে কলিকাতা ও ভারতের বিভিন্ন স্থানে হোমিওপ্যাথিক ঔষধালয়, একটি হোমিওপ্যাথিক স্কুল এবং স্বগ্রামে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন। বাংলায় ‘হোমিওপ্যাথিক চিকিৎসক’ (১২৯২ ব) এবং ইংরেজীতে ‘ইণ্ডিয়ান মেডিক্যাল রেকর্ড’ নামে দু’খনি পত্রিকা পরিচালনা করতেন। রচিত গ্ৰন্থাবলী : ‘হোমিওপ্যাথিক মতে গৃহচিকিৎসা’, ‘হোমিওপ্যাথির বিরুদ্ধে আপত্তি খণ্ডন’, ‘ওলাউঠা-চিকিৎসা’, ‘নরশরীর-তত্ত্ব’, ‘জ্বর-চিকিৎসা’, ‘চিকিৎসা-তত্ত্ব, ‘ভৈষজ্য-তত্ত্ব’, ‘সদৃশ-চিকিৎসা বা প্র্যাকটিস অফ মেডিসিন’।
পূর্ববর্তী:
« জগদীশচন্দ্র চট্টোপাধ্যায়
« জগদীশচন্দ্র চট্টোপাধ্যায়
পরবর্তী:
জগদীশচন্দ্ৰ গুপ্ত »
জগদীশচন্দ্ৰ গুপ্ত »
Leave a Reply