জগদীশচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় (১৮৮৩ – ১০.৪.১৯৩৭)। জে. সি. ব্যানার্জী নামে সমধিক পরিচিত। ইঞ্জিনিয়ারিং কনট্রাক্টর। প্রেসিডেন্সী কলেজের ‘বেকার ল্যাবরেটরী’-গৃহ নির্মাণে খ্যাতি অর্জন করেন। ক্ৰমে বিজ্ঞান কলেজ-ভবন, ইউনিভারসিটি ইনস্টিটিউট, নূতন রয়্যাল এক্সচেঞ্জ ভবন ও কলিকাতায় বড় বড় হোটেল নির্মাণ করেন। কাপড়, লোহা, ইস্পাত প্রভৃতির আমদানি-রপ্তানির ব্যবসায়ও ছিল। ‘স্ট্যাণ্ডার্ড রিবেট বোল্ট অ্যাণ্ড নাট ওয়ার্কস’ নামক শিল্প-প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি ও তার প্রতিনিধি হিসাবে ১২ বছর কলিকাতা পোর্টের কমিশনার ছিলেন।
পূর্ববর্তী:
« জগদীশচন্দ্ৰ দাশগুপ্ত
« জগদীশচন্দ্ৰ দাশগুপ্ত
পরবর্তী:
জগদীশচন্দ্ৰ বসু »
জগদীশচন্দ্ৰ বসু »
Leave a Reply