জগদীশচন্দ্ৰ দাশগুপ্ত (১৬.৪.১৯০৬ – ১.১.১৯৭১) তারকচন্দ্ৰ। মাতা প্ৰখ্যাত কংগ্রেসনেত্রী মোহিনী দেবী। ১৯২৬ খ্রী. সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বি.এস-সি, পাশ করে এম.এস-সি পড়ার সময় ১৯২৭ খ্রী. অগ্রজ খগেন্দ্রনাথ ও বি, মৈত্রের মিলিত চেষ্টায় প্রতিষ্ঠিত ক্যালকাটা কেমিক্যালে কর্মজীবন শুরু করেন। ১৯৬৫ খ্রী তার অন্যতম ডিরেক্টর নির্বাচিত হন। তিনি দেশী ও বিদেশী বহু ব্যবসায়-প্রতিষ্ঠানের বিশিষ্ট সদস্য এবং ভারতীয় সাবান প্ৰসাধনদ্রব্য উৎপাদক সংস্থার সভাপতি এবং সদারঙ্গ সঙ্গীত সংসদের কার্যকরী সভাপতি ছিলেন।
পূর্ববর্তী:
« জগদীশচন্দ্ৰ গুপ্ত
« জগদীশচন্দ্ৰ গুপ্ত
পরবর্তী:
জগদীশচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় »
জগদীশচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply