জগদিন্দ্রনাথ রায়, মহারাজা (২০.১০.১৮৬৮ – ৫.১.১৯২৬)। শ্ৰীনাথ। পূর্বনাম ব্ৰজনাথ। নাটোরের মহারাজা গোবিন্দনাথের পত্নী ব্রজসুন্দরী শৈশবেই তাকে দত্তকপুত্ররূপে গ্ৰহণ করেন। ১৮৭৫ খ্রী. প্রবেশিকা পাশ করেন। ধনী জমিদার হয়েও রাজনীতিতে নিৰ্ভয়ে আত্মপ্রকাশ করে ভূম্যধিকারী সমাজের আদর্শস্থানীয় হন। সংস্কৃত ও ইংরেজী সাহিত্যে দক্ষ ও ক্রীড়ামোদী ছিলেন। নাটোর ক্রিকেট দল তিনি পুরোপুরি দেশীয় খেলোয়াড় দিয়ে গঠন করেছিলেন। সাহিত্য-বিষয়ক পত্রিকা সম্পাদনায় বিদ্বৎসমাজে এবং বিশিষ্ট পাখোয়াজী হিসাবে সঙ্গীত-মহলে খ্যাতি ছিল। তিনি ‘মানসী’ পত্রিকার ষষ্ঠ বর্ষ থেকে সম্পাদনা করেন এবং দু’বছর পরে অমূল্যচরণ বিদ্যাভূষণের ‘মর্মবাণী’ এর সঙ্গে যুক্ত হলে প্রভাতকুমার মুখোপাধ্যায়ের সহযোগিতায় আমৃত্যু ‘মানসী ও মর্মবাণী’ সম্পাদনা করেন। ঐ সময়ে ‘মানসী ও মর্মবাণী’ অন্যতম শ্ৰেষ্ঠ পত্রিকা ছিল। রবীন্দ্রনাথের অন্তরঙ্গ বন্ধু তিনি। বঙ্গীয় সাহিত্য পরিষদের পক্ষ থেকে রবীন্দ্ৰ-সংবর্ধনার অন্যতম উদ্যোগী ছিলেন। রচিত গ্ৰন্থ : ‘নুরজাহান’, ‘সন্ধ্যাতারা’ (কাব্যগ্রন্থ) ও ‘দারার দূরদৃষ্টি’।
পূর্ববর্তী:
« জগদানন্দ রায়
« জগদানন্দ রায়
পরবর্তী:
জগদীশ গঙ্গোপাধ্যায় »
জগদীশ গঙ্গোপাধ্যায় »
Leave a Reply