জগদানন্দ রায় (১৮.৯.১৮৬৯ – ২৫.৬.১৯৩৩) কৃষ্ণনগর-নদীয়া। অভয়ানন্দ। স্থানীয় স্কুল ও কলেজে শিক্ষাগ্ৰহণ করে কিছুদিন গড়াই-এর মিশনারী স্কুলে শিক্ষকতা করেন। ছাত্রাবস্থায়ই সহজাত বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা সাহিত্যক্ষেত্রে তাকে বিজ্ঞান-বিষয়ক প্ৰবন্ধকার হিসাবে পরিচিত করে। ‘সাধনা’য় প্রকাশিত প্রবন্ধের সূত্রে সম্পাদক রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় হয় এবং প্ৰথমে শিলাইদহ জমিদারীর কর্মচারী, পরে কবির পুত্রকন্যাদের বিজ্ঞান ও গণিতের গৃহশিক্ষক এবং শেষে ‘ব্রহ্মচর্যাশ্রমে’র শিক্ষক নিযুক্ত হন। ব্ৰহ্মচর্যবিদ্যালয় ও বিশ্বভারতীর গ্রন্থন বিভাগে বিপুল উৎসাহে কাজ করে প্রতিষ্ঠা অর্জন করেন। রামেন্দ্রসুন্দর ত্ৰিবেদীর আদর্শে সরল বাংলায় বিজ্ঞানের সত্যপ্রচার তার জীবনের অন্যতম কাজ ছিল। বঙ্গীয় সাহিত্য সম্মেলনে (নৈহাটী ১৩৩০ ব.) বিজ্ঞান-শাখার সভাপতি ছিলেন। রচিত উল্লেখযোগ্য গ্রন্থাবলী : ‘গ্রহ-নক্ষত্র’, ‘প্রাকৃতিকী’, ‘বৈজ্ঞানিকী’, ‘পোকামাকড়, ‘জগদীশচন্দ্রের আবিষ্কার’, ‘বাংলার পাখী’, ‘শব্দ’ ইত্যাদি। শান্তিনিকেতন বিদ্যালয়ের তিনিই প্ৰথম সর্বাধ্যক্ষ। এখানেই দেহাবসান।
পূর্ববর্তী:
« জগদানন্দ মুখোপাধ্যায়
« জগদানন্দ মুখোপাধ্যায়
পরবর্তী:
জগদিন্দ্রনাথ রায়, মহারাজা »
জগদিন্দ্রনাথ রায়, মহারাজা »
Leave a Reply