জগদানন্দ বাজপেয়ী (১৮৮৮ – ১৯.১২.১৯৭৪) জিয়াগঞ্জ-মুর্শিদাবাদ। সাংবাদিক, কবি ও সাহিত্যসেবী। দীর্ঘদিন ‘আনন্দবাজার’ পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন। কিছুদিন সহকারী সম্পাদক হিসাবে ‘দৈনিক জনসেবক’ পত্রিকাতেও কাজ করেন। অনুশীলন দলের সঙ্গে নানা আন্দোলনে জড়িত থেকে কয়েকবার কারাবরণ করেছেন। দেশ স্বাধীন হবার পর সক্রিয় রাজনীতি থেকে সরে আসেন। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ: ‘প্ৰতিধ্বনি’ (কাব্য), ‘বিংশ শতাব্দীর বিশ্ব’ (প্ৰবন্ধ গ্ৰন্থ), ‘জন ও জনতা’, ‘চলার পথে’ (স্মৃতিচারণ) প্রভৃতি।
পূর্ববর্তী:
« জগদানন্দ
« জগদানন্দ
পরবর্তী:
জগদানন্দ মুখোপাধ্যায় »
জগদানন্দ মুখোপাধ্যায় »
Leave a Reply