জগদানন্দ (১) – (১৮শ শতাব্দী) জোফলাই—বীরভূম। আদি নিবাস শ্ৰীখণ্ড। নিত্যানন্দ। হরেকৃষ্ণ নাম সহযোগে শ্ৰীকৃষ্ণচৈতন্যের পদ-রচনায় দক্ষ ছিলেন। তার প্রতিষ্ঠিত শ্ৰীগৌরাঙ্গ বিগ্ৰহ এখনও স্বগ্রামে বিরাজিত এবং এখনও সেখানে তার স্মরণে প্ৰতি বছর মেলা বসে। রচিত গ্ৰন্থ : ‘ভাষা শব্দার্ণব’ ও ‘জগদানন্দের খসড়া’।
জগদানন্দ (২) – কাটোয়া-বর্ধমান। প্রসিদ্ধ যাত্রাওয়ালা। ব্ৰাহ্মণকুলে জন্ম। বাল্যকালেই বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন। তার রচিত বহু সঙ্গীত শিশিরকুমার ঘোষ সম্পাদিত ‘পদকল্পতরু’ গ্রন্থে প্ৰকাশিত হয়েছে।
Leave a Reply