জগৎমল্ল – চর্তুদশ শতকে বিষ্ণুপুরের রাজা। বাঙলাদেশে প্রথম মাটির প্রতিমাপূজার প্রবর্তন করেন। জনশ্রুতি যে তিনিই বিষ্ণুপুরের প্রসিদ্ধ দেবী ‘মৃন্ময়ী’ মূর্তির প্রতিষ্ঠাতা। বাঙলার আদি দুৰ্গাপ্রতিমার এই রীতিতে কার্তিক ও গণেশ দুর্গার দু’পাশে উপরে থাকে। পরে এই প্রতিমা কংসনারায়ণী রীতিতে আধুনিক রূপ নিয়েছে। শোনা যায়, বিষ্ণুপুর শহরের পত্তনও তিনি করেছিলেন।
পূর্ববর্তী:
« জগৎকুমার শীল
« জগৎকুমার শীল
পরবর্তী:
জগৎশেঠ »
জগৎশেঠ »
Leave a Reply