জগৎকুমার শীল (১৯০৬ – ১৯৬৯) কলিকাতা। বন্ধুবিহারী। ‘জে. কে. শীল’ নামে সুপরিচিত এই মুষ্টিযোদ্ধা ও ব্যায়ামবীর মাদ্রাজে ফিজিক্যাল ট্রেনিং কলেজে শিক্ষালাভ করেন। বিখ্যাত মুষ্টিযোদ্ধা উইল কার্টার ও রস কার্লোকে পরাজিত করেছিলেন (১৯২৮)। দক্ষিণ আফ্রিকার বিখ্যাত পার্সি ভ্যানজারের সঙ্গেও লড়াই করেন। উত্তর-জীবনে কলিকাতা ওয়েলিংটন স্কোয়ারে ‘স্কুল অফ ফিজিক্যাল কালচার’ নামে ব্যায়ামাগার স্থাপন করে সেখানে যুবকদের শারীরিক শক্তির অনুশীলন ও মুষ্টিযুদ্ধ শিক্ষা দিতে থাকেন। কর্মজীবনে বাটা কোম্পানীর পদস্থ কর্মচারী ছিলেন এবং বাঙলার ক্রীড়ামোদী মহলে নানা পদে বিশেষজ্ঞরূপে কাজ করেছেন।
পূর্ববর্তী:
« জগমোহন বিশ্বাস
« জগমোহন বিশ্বাস
পরবর্তী:
জগৎমল্ল »
জগৎমল্ল »
Leave a Reply