ডোম আন্তোনিয়ো বা দোম আন্তোনিয়ো-দো-রোজারিও (১৭শ শতাব্দী)। ক্যাথলিক খ্ৰীষ্টধর্মে দীক্ষিত প্ৰথম বাঙালী এবং মুদ্রিত গ্রন্থের বাঙালী লেখক। তার সম্বন্ধে এটুকু জানা যায়-১৬৬৩ খ্ৰী. মগের ভূষণার এক রাজকুমারকে বন্দী করে আরাকানে নিয়ে যায়, সেখান থেকে Manoel de Rozario নামে এক পর্তুগীজ পাদ্রী তাকে টাকা দিয়ে খালাস করে আনেন ও খ্ৰীষ্টধর্মে দীক্ষিত করেন। তার রচিত ‘ব্ৰাহ্মণ-রোমান-ক্যাথলিক-সংবাদ’ বাঙালীর লেখা প্রথম মুদ্রিত গ্ৰন্থ। অনুমান, সপ্তদশ শতাব্দীর তৃতীয় কিংবা চতুর্থ পাদে গ্রন্থটি রচিত হয়েছিল।
১৭৪৩ খ্ৰী. পর্তুগীজ পাদরী মানোএল-দা আসসুম্পাসাঁও এই গ্রন্থটি পর্তুগীজ ভাষায় অনুবাদ ও সম্পাদন করে ছাপান। এই গ্রন্থের হস্তলিখিত পাণ্ডুলিপি পর্তুগালের এভোরা শহরের সাধারণ পাঠাগারে রক্ষিত আছে।
Leave a Reply