ঠাকুরদাস দত্ত (১২০৭/৮ – ১২৮৩ ব.) ব্যাঁটরা-হাওড়া। রামমোহন। গৃহশিক্ষকের কাছে বাংলা ও ইংরেজী শিক্ষালাভের পর পিতার কর্মস্থল ফোর্ট উইলিয়ম কলেজে চাকরিতে নিযুক্ত হন। তিনি যাত্ৰাদলের অভিনেতা এবং পৌরাণিক পালাগান ও সঙ্গীত-রচয়িতা হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। ৩০ বছর বয়সে একটি যাত্ৰাদল গঠন করেন। তিনি বাঙলার বিভিন্ন অঞ্চল থেকে আমন্ত্রিত হতেন। এরপর পাচালী রচনা শুরু করেন। নিজ দলে ‘বিদ্যাসুন্দর’, ‘লক্ষ্মণ বর্জন’ প্রভৃতি পালা অভিনীত হত। নিজস্ব পেশাদার পাঁচালী দলের জন্য ‘শ্রীচন্ডী’, ‘শিব-বিবাহ’, ‘ধ্রুব চরিত্র’ প্রভৃতি কয়েকটি সার্ট তৈরী করেছিলেন। কিছুকাল পর এই দল ভেঙ্গে যায়। তিনি তখন অন্যান্য শখের দলের জন্য পালা রচনা শুরু করেন। সাংবাদিক কালীপ্রসাদ ঘোষ তাকে ‘ইন্ডিয়ান বার্ড’ নামে অভিহিত করেছিলেন। তার রচিত অন্যান্য পালাগানের মধ্যে ‘কলঙ্কভঞ্জন’, ‘শ্ৰীমন্তের মশান’, ‘রাবণবধ’ প্রভৃতি উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« ঠাকুরদাস চক্রবর্তী
« ঠাকুরদাস চক্রবর্তী
পরবর্তী:
ঠাকুরদাস মুখোপাধ্যায় »
ঠাকুরদাস মুখোপাধ্যায় »
Leave a Reply