টিপু গারো (? – মে ১৮৫২) লেটিয়াবান্দা–ময়মনসিংহ। পিতা পাঠান দরবেশ করমশাহ পাগলাপন্থী সম্প্রদায়ের প্রবর্তক ছিলেন। ১৮১৩ খ্রী. পিতার মৃত্যুর পর তিনি গারো হাজংদের সর্দার হয়ে নিপীড়ক জমিদারদের হাত থেকে তাদের বাঁচাবার জন্য বিরাট এক সশস্ত্ৰ দল তৈরী করেন এবং ঘোষণা করেন যে বিঘা-পিছু চার আনার বেশি কর দেওয়া হবে না। ১৮২৫ খ্রী. সেরপুরের জমিদার তাদের আক্রমণের মুখে পালিয়ে গিয়ে ইংরেজ কালেক্টর ভ্যাম্পিয়েরের কাছে আশ্রয় নেন। টিপু ‘জরিপাগড়’ নামে এক পুরনো কেল্লায় গিয়ে রাজা হয়ে বসেন। ভ্যাম্পিয়ের তাকে গ্রেপ্তার করলে সৎ জীবন যাপনের প্রতিশ্রুতিতে তিনি ছাড়া পান। ১৮২৭ খ্রী পুনরায় হাঙ্গামার জন্য তিনি গ্রেপ্তার হন। ময়মনসিংহের সেসন জজের বিচারে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। কারাবাস-কালে তার মৃত্যু ঘটে। টিপুর মৃত্যুর পর তার গৃহ শিষ্যদের পীঠস্থান হয়ে ওঠে। তিনি গারো উপজাতীয়দের ধর্মীয় গুরু ছিলেন।
পূর্ববর্তী:
« ঝাণ্ডা ঝক্মক
« ঝাণ্ডা ঝক্মক
পরবর্তী:
টুনটুনি শাহ্ »
টুনটুনি শাহ্ »
Leave a Reply