ঝড়ুদাস অধিকারী (১৯শ শতাব্দী)। কলিকাতার বাগবাজার-নিবাসী। ঠাকুরদাস দত্তের কাছ থেকে ‘অক্রূর আগমন’ ও ‘রাবণ বধ’ নামে দুটি পালা নিয়ে তিনি যে-দল চালিয়েছিলেন তা ‘ঝড়োর দল’ নামে খ্যাত হয়েছিল। লোকা ধোপার মত সুকণ্ঠ গায়ক ছিলেন, তবে নাচেই বেশি সুনাম ছিল। যাত্রা-জগতের তিনজন সম্বন্ধেপ্ৰবাদ প্রচলিত ছিল—’গাইয়ে লোকা, নাচিয়ে ঝড়ু, বক্তৃতায় গোবিন্দ।’
পূর্ববর্তী:
« জয়ানন্দ
« জয়ানন্দ
পরবর্তী:
ঝাণ্ডা ঝক্মক »
ঝাণ্ডা ঝক্মক »
Leave a Reply