চেরাগালি শাহ ‘সন্ন্যাসী বিদ্রোহে’র প্রধানতম নায়ক মজনু শাহের দুই প্রধান শিষ্য চেরাগালি শাহ ও ফেরাগুল শাহ বন্দুক-তরোয়ালে সজ্জিত ৩০০ বিদ্রোহী সৈন্য নিয়ে দিনাজপুর জেলার ইংরেজ শাসক ও জমিদারদের অস্থির করে তুলেছিলেন। ইংরেজ কর্মচারীরা তাদের পত্রাবলীতে চেরাগালিকে মজনুর পালিত পুত্র বলে উল্লেখ করেছে। নেতা মুশা শাহকে হত্যা করে মার্চ ১৭৯২ খ্রী তিনি শোভান আলি ও অন্যান্য নেতৃবৃন্দের সহযোগিতায় বিদ্রোহ পরিচালনা করেন। পরে তিনিও মতিগীর নামে এক সন্ন্যাসী আততায়ীর হাতে নিহত হন।
পূর্ববর্তী:
« চেরাগ আলী শাহ্
« চেরাগ আলী শাহ্
পরবর্তী:
চৈতন্যদেব »
চৈতন্যদেব »
Leave a Reply