চিরঞ্জীব শৰ্মা (১৮৬৮ – ১৯১৫) চকপঞ্চানন-নবদ্বীপ। রামনিধি সান্যাল। প্রকৃত নাম ত্রৈলোক্যনাথ। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র ‘চিরঞ্জীব শর্মা’ নাম দেন। শান্তিপুরে বিজয়কৃষ্ণ গোস্বামীর কাছে ব্ৰাহ্মধর্মে দীক্ষিত হয়ে ১৮৬৭ খ্রী. কলিকাতায় কেশবচন্দ্রের সঙ্গে মিলিত হন। ১৮৬৮ খ্রী. ‘ভারতবর্ষীয় ব্ৰহ্মমন্দিরে’র ভিত্তিস্থাপনের দিন নুতন সঙ্গীত রচনার মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করেন এবং ব্ৰাহ্মসমাজের সঙ্গীতাচার্যের পদ গ্ৰহণ করেন। ১৮৭০ খ্রী. প্রচারক নিযুক্ত হন। সুরকার হিসাবে ধ্রুপদ প্রভৃতি উচ্চাঙ্গ রীতির সঙ্গে ভাটিয়ালী, রামপ্রসাদী প্রভৃতি সাধারণের উপযোগী সুরে সঙ্গীত রচনা করতেন। তার বহু গান আজও বাউল-ভিখারীর কষ্ঠে শোনা যায়। ১৮৭৬ খ্রী. কেশবচন্দ্ৰ তাকে ‘ভক্তির অনুবর্তী’ ব্ৰতে দীক্ষিত করেন। রচিত গ্রন্থাবলী: ‘ব্রাহ্মসমাজের ইতিবৃত্ত’, ‘গীত রত্নাবলী’ (৪ খণ্ড), ‘পথের সম্বল’, ‘শ্ৰীচৈতন্যের জীবন ও ধর্ম’, ‘বিধান ভারত’ (মহাকাব্য), ‘নবশিক্ষা’ (শিশুপাঠ্য), ‘নববৃন্দাবন’ (নাটক), ‘সাধু অঘোরনাথের জীবনচরিত’, ‘কেশবচরিত’, ‘গরলে অমৃত’, ‘বিংশশতাব্দী বা আশাকাব্য’, ‘ব্ৰহ্মগীতা’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« চিন্কি মস্তান
« চিন্কি মস্তান
পরবর্তী:
চিহিল গাজী »
চিহিল গাজী »
Leave a Reply