চিন্ময় লাহিড়ী (১৯১৬ — ১৭.৮.১৯৮৪) বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। পিতা ছিলেন লক্ষ্ণৌয়ের ইঞ্জিনিয়ার। বংশানুক্রমিক পরম্পরা নয়, রেয়াজের শ্রমে এবং তালিমের গুণেই তিনি বাংলা তথা ভারতের সঙ্গীত জগতে খ্যাতিমান হয়েছিলেন। লক্ষ্ণৌয়ের ম্যারিস কলেজের অধ্যক্ষ রতন ঝঙ্কারের কাছে তার সঙ্গীতের হাতেখড়ি। ঐ কলেজের ‘সঙ্গীতবিশারদ’ উপাধিপ্ৰাপ্ত ছিলেন। বিখ্যাত ওস্তাদদের কাছে সঙ্গীতে তালিম নিলেও সঙ্গীতশাস্ত্র প্রয়োগের ক্ষেত্রে তিনি নিজস্ব ঘরানার সৃষ্টি করেন। তাঁর গানে শাস্ত্রীয় আঙ্গিকের সঙ্গে মধুর রস ও আত্মনিবেদনের সংমিশ্রণ ঘটেছিল। সুরেশচন্দ্র চক্রবর্তী-সৃষ্ট নন্দকোষ রাগ পরিবেশন করে সারা ভারতের সঙ্গীতবিদগ্ধ সমাজে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তার গানের প্রথম রেকর্ড এইচ. এম ভি-তে (১৯৪৪)। চলচ্চিত্রে প্রথম প্লেব্যাকের কাজ করেন ‘মানদণ্ড’ ছবিতে। কয়েকটি ছবিতে সঙ্গীত পরিচালনা ও কণ্ঠদান করেছেন। ‘শাপমোচন’ চলচ্চিত্রে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পটদীপ রাগে গাওয়া ‘ত্ৰিবেণী তীর্থপথে কে গাহিল গান’ বিশেষ উল্লেখযোগ্য। দীর্ঘদিন আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলেন। রবীন্দ্ৰভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। সঙ্গীত-শিক্ষক হিসাবেও তার যথেষ্ট খ্যাতি ছিল। সঙ্গীতের উপর লেখা তাঁর দুখানি গ্ৰন্থ প্রকাশিত হয়েছে। তার পুত্র শ্যামলও গায়ক।
পূর্ববর্তী:
« চিন্ময় ঘোষ, ডা.
« চিন্ময় ঘোষ, ডা.
পরবর্তী:
চিন্কি মস্তান »
চিন্কি মস্তান »
Leave a Reply