চিন্ময় ঘোষ, ডা. (১৯১১ – ১৯৭৪) বাঁকুড়া। প্ৰসিদ্ধ ধাত্রীবিদ্যবিশারদ। ন্যাশনাল মেডিক্যাল কলেজের ধাত্রীবিদ্যার প্রধান ছিলেন। নীলরতন সরকার মেডিক্যাল কলেজেও অধ্যাপনা করতেন। দিল্লীর ইণ্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চে বিশেষ এক মাইক্রোস্কোপের উদ্ভাবন করে মেয়েদের ক্যানসার রোগ-নির্ণয়ে সমর্থ হন এবং আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। গবেষণামূলক বহু প্ৰবন্ধও প্ৰকাশ করেন।
পূর্ববর্তী:
« চিন্তাহরণ স্মৃতিতীৰ্থ
« চিন্তাহরণ স্মৃতিতীৰ্থ
পরবর্তী:
চিন্ময় লাহিড়ী »
চিন্ময় লাহিড়ী »
Leave a Reply