চিন্তাহরণ স্মৃতিতীৰ্থ (শ্রাবণ ১২৯০ – ১৬.১২.১৩৫৬ বঃ) তারপাশা-বরিশাল। শশিকুমার চক্রবর্তী। খুলনার স্মার্তপণ্ডিত আশুতোষ স্মৃতিতীর্থের গৃহে ১৮ বছর শাস্ত্ৰ অধ্যয়ন করে ২৮ বছর বয়সে কাশীধামনিবাসী মাতুল হরিচরণ পাঠকের সহায়তায় কাশীতে যান। সেখানে অনুষ্ঠিত রামায়ণ ও মহাভারতের বিষয়ে অখিল ভারতীয় প্ৰতিযোগিতায় যোগ দিয়ে তিনি যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে ‘সরস্বতী’ ও ‘ভারতী’ উপাধি এবং ৫০০ টাকা হিসাবে পুরস্কার পান। কাশীধামে কিছুদিন ন্যায়শাস্ত্ৰ অধ্যয়ন করেন। স্বগ্রামে ‘শশিকুমার চতুষ্পাঠী’ স্থাপন করে একাদিক্ৰমে ৩৭ বছর অধ্যাপনা করেন। তার চতুষ্পাঠীর ছাত্রদের জন্য স্থানীয় জমিদারের স্থাপিত ছাত্রাবাসে ৪০ জন ছাত্র থাকত। বরিশাল শহরের ‘সনাতন ধর্মরক্ষিণী সভা’র প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। জ্যোতিষ শাস্ত্রেও তার পাণ্ডিত্য ছিল।
পূর্ববর্তী:
« চিন্তাহরণ চক্রবর্তী
« চিন্তাহরণ চক্রবর্তী
পরবর্তী:
চিন্ময় ঘোষ, ডা. »
চিন্ময় ঘোষ, ডা. »
Leave a Reply