চিন্তাহরণ চক্রবর্তী (মে ১৯০০ – ১৭.৬.১৯৭২) কলিকাতা। আদি নিবাস কোটালিপাড়া-ফরিদপুর। জ্ঞানদাকণ্ঠ। সেন্ট পলস স্কুল থেকে প্রবেশিকা, কলেজ থেকে বৃত্তিসহ আই.এ এবং সিটি কলেজ থেকে সংস্কৃত অনার্সে প্রথম স্থান অধিকার করে বি-এ, পাশ করেন। ১৯২৫ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ-১ সংস্কৃত বিষয়ে ও ১৯৩০ খ্রী. বাংলায় প্রথম শ্রেণীতে প্ৰথম হয়ে এম-এ, পাশ করে অনেকগুলি স্বর্ণপদক পান। ‘কাব্যতীর্থ’ উপাধি পরীক্ষায়ও কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। ১৯২৯ – ৪১ খ্রী. বেথুন কলেজে, ১৯৪১–৫৫ খ্রী. কৃষ্ণনগর কলেজে এবং ১৯৫৫–৫৮ খ্রী. প্রেসিডেন্সী কলেজে অধ্যাপনা করে অবসর-গ্ৰহণ করেন। কিছুদিন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থপ্রকাশন বিভাগের সম্পাদক ছিলেন। পূর্বভারতের সাহিত্য-ধর্ম-সংস্কৃতি, বিশেষ করে সংস্কৃত ও বাংলা সাহিত্যে তাঁর মৌলিক অবদান পণ্ডিত-সমাজে সুবিদিত। বহু বছর ‘বঙ্গীয় সাহিত্য পরিষৎ পত্রিকা’র সম্পাদক ছিলেন। বঙ্গদেশ ও বহির্বঙ্গের জ্ঞান-বিজ্ঞান ও সংস্কৃতি-চৰ্চার প্রসিদ্ধ প্রতিষ্ঠানগুলির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তবে পুঁথিচৰ্চাই তার জীবনের সর্বাপেক্ষা বড় কীর্তি। বহু গ্ৰন্থ তিনি রচনা ও সম্পাদনা করেন। রচিত গ্ৰন্থ: ‘জৈন পদ্মপূরাণ’, ‘বাংলা পুঁথির বিবরণ, সতরঞ্চ কৌতুহল’, ‘বাংলার পালা পার্বণ’, ‘তন্ত্রকথা’, ‘ভাষাসাহিত্য ও সংস্কৃতি’, ‘হিন্দুর আচার অনুষ্ঠান’, ‘Tantras: Studies on Their Religion and Literature’, ‘Glimpses of Indian Culture, Religion etc.’
পূর্ববর্তী:
« চিন্তামণি ঘোষ
« চিন্তামণি ঘোষ
পরবর্তী:
চিন্তাহরণ স্মৃতিতীৰ্থ »
চিন্তাহরণ স্মৃতিতীৰ্থ »
Leave a Reply