চিন্তামণি ঘোষ (১৮৪৪ – ১১-৮-১৯২৮) বালি-হাওড়া। পিতার কর্মস্থল বারাণসীতে শিক্ষারম্ভ। ১৩ বছর বয়সে পিতৃহীন হন এবং এলাহাবাদের ইংরেজী সাপ্তাহিক ‘পাইওনিয়ারে’ চাকরি নিয়ে মুদ্রণযন্ত্র সম্পর্কে শিক্ষা ও অনুসন্ধান শুরু করেন। কিছুদিন বিভিন্ন সরকারী চাকরি করার পর ১৮৮৪ খ্রী. এলাহাবাদে একটি হস্তচালিত মুদ্রাযন্ত্র ক্রয় করে ‘ইণ্ডিয়ান প্রেস নামে ছাপাখানা স্থাপন করেন। ১৯১০ খ্রী. ঐ ছাপাখানা বিদ্যুৎশক্তি দ্বারা চালাবার ব্যবস্থা হয়। তা ছাড়া এ দেশে মুদ্রণে লিথোগ্রাফি-পদ্ধতির তিনিই প্রবর্তক। এর ফলেই অবনীন্দ্রনাথের বহুবর্ণ চিত্রাদির মুদ্রণ সম্ভব হয়েছিল। দীনেশচন্দ্ৰ সেনের ‘বঙ্গভাষা ও সাহিত্য’, রবীন্দ্রনাথের বহু গ্ৰন্থ এবং কিছুকাল ‘প্রবাসী’ পত্রিকাও ইণ্ডিয়ান প্রেসে ছাপা হয়েছিল। ‘সরস্বতী’ নামে একটি হিন্দী পত্রিকার প্রতিষ্ঠা করেছিলেন।
পূর্ববর্তী:
« চিত্ৰলেখা সিদ্ধান্ত
« চিত্ৰলেখা সিদ্ধান্ত
পরবর্তী:
চিন্তাহরণ চক্রবর্তী »
চিন্তাহরণ চক্রবর্তী »
Leave a Reply