চিত্ৰলেখা সিদ্ধান্ত (১৮৯৮? – ২০.১২.১৯৭৪) কলিকাতা। সৌরীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। স্বামী নির্মলকুমার সিদ্ধান্ত এক সময় কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। জনপ্রিয়তা অর্জনের আগে অল্প যে কয়জন রবীন্দ্রসঙ্গীত গাইতেন চিত্ৰলেখা (ঝুনু) তাদের একজন। স্বয়ং কবিগুরুর কাছে তার সঙ্গীতশিক্ষা। উদাত্ত কণ্ঠের অধিকারিণী ছিলেন। ১৯১১ খ্রী. কলিকাতা কংগ্ৰেসে তিনি বিনা মাইকে ‘বন্দেমাতরম’ গেয়েছিলেন-রবীন্দ্রনাথের সুরে প্রকাশ্য সভায় সেই প্রথম এই গান গাওয়া হয়। ১৯১৮ খ্রী. বি-এ পাশ করেন। ১৯৩৫ খ্রী রবীন্দ্রনাথের উপস্থিতিতে লক্ষ্ণৌতে ‘শাপমোচন’ অভিনয়কালে তিনি সেখানেও রবীন্দ্রসঙ্গীতে তালিম দিয়েছিলেন। লক্ষ্ণৌতে অতুলপ্রসাদ সেনের সান্নিধ্যে এসে অতুলপ্ৰসাদের গানেও দক্ষতা অর্জন করেন। পাশ্চাত্য সঙ্গীতেও তার গভীর বুৎপত্তি ছিল। কিন্তু ‘তুমি কি কেবল ছবি’ গানটি ছাড়া আর কোন রেকর্ড তিনি করেন নি।
পূর্ববর্তী:
« চিত্তরঞ্জন মুখার্জি
« চিত্তরঞ্জন মুখার্জি
পরবর্তী:
চিন্তামণি ঘোষ »
চিন্তামণি ঘোষ »
Leave a Reply