চিত্তরঞ্জন মুখার্জি (অক্টো. ১৯১৯ – ২৭.৯.১৯৪৩)। সেনাবিভাগের কর্মী চিত্তরঞ্জন জাতীয়তাবাদী ক্রিয়াকলাপে অংশগ্ৰহণ করেছিলেন। ফোর্থ মাদ্রাজ কোস্টাল ডিফেন্স ব্যাটারীকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে ১৮.৪.১৯৪৩ খ্রী. সামরিক পুলিস যে ১২ জনকে গ্রেপ্তার করে মাদ্রাজ পেনিটেনশিয়ারিতে ফাঁসি দেয়, তিনি তাদের একজন। মৃত্যুর সময়ে তারা ‘বন্দে মাতরম’ ধ্বনিসহ পরস্পরকে আলিঙ্গন করে হাসিমুখে মৃত্যুবরণ করেন।
পূর্ববর্তী:
« চিত্তরঞ্জন মাইতি
« চিত্তরঞ্জন মাইতি
পরবর্তী:
চিত্ৰলেখা সিদ্ধান্ত »
চিত্ৰলেখা সিদ্ধান্ত »
Leave a Reply