চিত্তপ্রিয় রায়চৌধুরী (১৮৯৪ – ৯.৯.১৯১৫ খালিয়া, মাদারিপুর-ফরিদপুর। পঞ্চানন। গুপ্ত বিপ্লবী দলের সভ্য এবং ফরিদপুরের বিপ্লবী নেতা পূর্ণ দাসের সহকর্মী ছিলেন। ডিসে ১৯১৩ খ্রী. প্ৰথম ফরিদপুর ষড়যন্ত্র মামলার আসামী হিসাবে গ্রেপ্তার হয়ে পাঁচ মাস জেল খাটেন। ১৮ ফেব্রুয়ারী, ১৯১৫ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন দিবসে রাস্তায় কর্তব্যরত পুলিশ ইনস্পেক্টর সুরেশ মুখার্জীকে কয়েকজন সহকর্মীর সাহায্যে হত্যা করেন। বিপ্লবী যতীন মুখার্জীর সহকর্মী হিসাবে জার্মানী, জাপান, আমেরিকা ও ডাচ ঈস্ট ইণ্ডিজ থেকে অস্ত্রশস্ত্ৰ আমদানি প্ৰচেষ্টায় অংশগ্রহণ করেন। বাঘা যতীন পরিচালিত বুড়ী বালামের যুদ্ধে পুলিসের গুলিতে ঘটনাস্থলে নিহত হন।
পূর্ববর্তী:
« চাষনী পীর
« চাষনী পীর
পরবর্তী:
চিত্তপ্ৰসাদ ভট্টাচাৰ্য »
চিত্তপ্ৰসাদ ভট্টাচাৰ্য »
Leave a Reply