চিত্তপ্ৰসাদ ভট্টাচাৰ্য (২১.৬.১৯১৫ – ১৩.১১.১৯৭৮) চট্টগ্রাম। চারুচন্দ্র। স্কুল ও কলেজ জীবন চট্টগ্রামে কাটে। বি-এ পড়বার সময়ে চট্টগ্রামে কমিউনিস্ট পার্টির সংস্পর্শে এসে গণ-আন্দোলনে যুক্ত হন। চিত্রাঙ্কনে স্বাভাবিক প্রতিভা ছিল। ১৯৪২-৪৩ খ্রী. আগস্ট আন্দোলনের ও দুর্ভিক্ষের পটভূমিকায় আঁকা ছবিগুলির জন্য শিল্পজগতে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। বিশেষ করে মেদিনীপুরের ১৯৪৩ খ্রী. দুর্ভিক্ষের যে চিত্র তিনি আঁকেন তা সর্বকালীন দুর্ভিক্ষের প্রতিচ্ছবি হয়ে আছে। এর পর কমিউনিস্ট পার্টির নির্দেশে ১৯৪৫ খ্রী. বোম্বাই গিয়ে পার্টির মুখপত্র ‘পিপলস ওয়ার’-এর সঙ্গে বহুদিন যুক্ত থাকেন। ১৯৪৬ খ্রী. নৌ-বিদ্রোহের ও ১৯৪৭ খ্ৰী. তেলেঙ্গানার কৃষক-বিদ্রোহের চিত্রাবলী তার অমর কীর্তি। বোম্বাই, দিল্লী, কলিকাতা প্ৰভৃতি স্থানে এই চিত্রাবলীর প্রদর্শনী হয়েছে। অবনীন্দ্রনাথের বা পাশ্চাত্য প্রভাব থাকলেও গ্রামের সাধারণ দুঃখী ও সংগ্রামী মানুষই তার শিল্পকলার প্রধান উপজীব্য ছিল। স্কেচ ও উডকাটের মাধ্যমে দুর্ভিক্ষের ভয়াবহ দৃশ্যাবলী এঁকেছেন বলিষ্ঠ ভঙ্গীতে।। ৩৩ বছর বোম্বাই-এর আন্ধেরীতে বাসকালে এলবাম, কার্ড, ছবি প্রভৃতি বিক্রি করে অনিয়মিত উপার্জনহেতু বহু অসুবিধার মধ্যেই থাকতেন। অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য কলিকাতায় এসে এখানেই মারা যায়।
পূর্ববর্তী:
« চিত্তপ্রিয় রায়চৌধুরী
« চিত্তপ্রিয় রায়চৌধুরী
পরবর্তী:
চিত্তরঞ্জন গোস্বামী »
চিত্তরঞ্জন গোস্বামী »
Leave a Reply