চারু মাস্টার (চাকমা) (১৮৯৩? – ১৯৭২) তৈসাংমাগ্রাম-ত্রিপুরা। কিনাধন চাকমা। তিন বছর বয়সে পিতার সঙ্গে পার্বত্য চট্টগ্রামের মাইনী গ্রামে গিয়ে বাস করতে থাকেন এবং সেখানকার দিঘিনালা বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়েন। ১৬ বছর বয়স থেকেই তিনি জনসেবামূলক কাজ আরম্ভ করেন এবং বিভিন্ন পার্বতীয় সম্প্রদায়ের মধ্যে আত্মনির্ভরশীলতা জাগ্রত করতে চেষ্টা করেন। ১৯ বছর বয়সে ত্রিপুরা রাজ্যের ময়নামায় চলে আসেন এবং এখানেও পার্বতীয় সম্প্রদায়ের মধ্যে শিক্ষাবিস্তারে ও কুটিরশিল্পে আত্মনির্ভরশীলতায় প্রেরণা দিতে থাকেন। নিজেও বেতের কাজ, বাঁশের কাজ ভাল জানতেন। পার্বতীয়দের মধ্যে একটি সাংস্কৃতিক সম্পর্ক গরে তুলবার জন্য তিনি কয়েকটি যাত্রাদল গঠন করেছিলেন। নিজে ভাল অভিনয় করতে, এবং বেহালা ও তবলা বাজাতে পারতেন। তার যাত্ৰাদল বিভিন্ন পার্বতীয় সম্প্রদায়কে একই গোষ্ঠীর মত মিলিত করতে পেরেছিল।
পূর্ববর্তী:
« চারু মজুমদার
« চারু মজুমদার
পরবর্তী:
চারু রায় »
চারু রায় »
Leave a Reply