চারুব্রত রায় (১৮৮৬ – ২৬.১১.১৯৫১) পাটনা। মহিমানাথ। মেডিক্যাল কলেজের কৃতী ছাত্র। এমবি পাশ করে উক্ত কলেজে শারীরবিদ্যা বিভাগের ডেমনস্ট্রেটাররূপে কাজে যোগ দেন এবং. প্ৰাণ-রসায়ন বিষয়ে অধ্যাপনা ও গবেষণা করেন। কর্নেল ম্যাকের সঙ্গে ডায়াবিটিজ ও খাদ্য বিষয়ে গবেষণা করে প্রবন্ধ রচনা করেন। ১৯৩৫-৪১ খ্রী ক্যাম্বেল মেডিক্যাল স্কুলে শারীরবিদ্যার শিক্ষক ছিলেন। বেঙ্গল ইমিউনিটির সঙ্গে যুক্ত হয়ে ডিপথেরিয়া অ্যান্টিটকসিন প্ৰস্তুত করেন। বেঙ্গল বায়োকেমিক্যাল ল্যাবরেটরির তিনি প্রতিষ্ঠাতা।
পূর্ববর্তী:
« চারুচন্দ্ৰ মিত্ৰ
« চারুচন্দ্ৰ মিত্ৰ
পরবর্তী:
চারুশীলা দেবী »
চারুশীলা দেবী »
Leave a Reply