চারুচন্দ্র ভান্ডারী (১৮৯৬ – ২৪.৬.১৯৮৫) কংগ্রেসের নিষ্ঠাবান কর্মী, প্ৰবীণ গান্ধীবাদী ও সর্বোদয় নেতা। গান্ধী আন্দোলনের সাংগঠনিক ও সেবামূলক কাজগুলির সঙ্গে তার ঘনিষ্ঠ যোগ ছিল। পশ্চিমবঙ্গে বিনোবাজীর সর্বোদয় আন্দোলনের অন্যতম প্ৰধান, প্রচারক ছিলেন। গয়ায় সর্বোদয় সম্মেলনে অন্য অনেকের সঙ্গে তিনিও জীবনদানী ব্ৰত নেন। অভয় আশ্রমের সঙ্গেও তার বিশেষ যোগ ছিল। স্বাধীনতার পর প্ৰফুল্ল ঘোষের মন্ত্রিসভায় তিনি দ্বিতীয় দফায় মন্ত্রী হন।
পূর্ববর্তী:
« চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ডা.
« চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ডা.
পরবর্তী:
চারুচন্দ্র রায় »
চারুচন্দ্র রায় »
Leave a Reply