চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় (১১-১০-১৮৭৭ – ১৭-১২-১৯৩৮) চাঁচল—মালদহ। গোপালচন্দ্র। আদি নিবাস যশোহর জেলা। ১৮৯৯ খ্রী. প্রেসিডেন্সী কলেজ থেকে বি-এ পাশ করেন। সাহিত্যিক জীবনের শুরু ‘মেঘদূত’, ‘মাঘ’ প্রভৃতি পত্রিকায় সংস্কৃত সাহিত্যের সমালোচক হিসাবে। ইণ্ডিয়ান পাবলিশিং হাউস-এ যোগ দিয়ে পুস্তক-প্রকাশনব্যাপারে কৃতী সম্পাদক ও অনুবাদক হিসাবে বিশেষ প্রতিষ্ঠা অর্জন করেন। কিছুকাল ‘ভারতী’ পত্রিকার সম্পাদক ছিলেন। ‘প্রবাসী’র সহ-সম্পাদক হিসাবে সমধিক পরিচিতি লাভ করেন। প্রবাসীতে প্ৰকাশিত ‘মরমের কথা’ তার প্রথম মৌলিক ছোট গল্প। বাংলা ভাষা ও শব্দতত্ত্বে দক্ষতা ছিল। ১৯১৯ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার অধ্যাপকরূপে যোগ দেন। ১৯২৪ খ্রী. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিযুক্ত হন। ২৫ খানি উপন্যাসের মধ্যে ‘স্রোতের ফুল, ‘পরগাছা’, ‘হেরফের’ উল্লেখযোগ্য। তার রচিত ছোট গল্পগ্রন্থ: ‘পুস্পপাত্র’, ‘সওগাত’, ‘চাঁদমালা’ ইত্যাদি; নাটিকা : ‘জয়শ্ৰী’। মহাকবি ভাসের ‘অবিমারক’ নাটকের এবং কয়েকটি উপন্যাস ও কিশোরপাঠ্য গ্রন্থের সার্থক অনুবাদ করেন। ‘ভাতের জন্মকথা’ তার একটি বিশেষ উল্লেখযোগ্য শিশুপাঠ্য গ্ৰন্থ। রবীন্দ্রচর্চা ও গবেষণামূলক ‘বরি-রশ্মি’ গ্রন্থের জন্য বিশেষ খ্যাত। ‘মহাভারত’, ‘বিষ্ণুপুরাণ, ‘শূন্যপুরাণ’, ‘কবিকঙ্কণ চণ্ডী’ প্রভৃতি গ্রন্থের সঙ্কলন ও সম্পাদনা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক এমএ (১৯২৮)।
পূর্ববর্তী:
« চারুচন্দ্র দত্ত
« চারুচন্দ্র দত্ত
পরবর্তী:
চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ডা. »
চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ডা. »
Leave a Reply