চারুচন্দ্ৰ চট্টোপাধ্যায় (৩১.১২.১৮৭৭ – ৫.১১.১৯৫৪) কলিকাতা। অভয়চরণ। বাল্য-শিক্ষা ভবানীপুর লন্ডন মিশনারী স্কুলে। মাতুলালয়ে নানা অসুবিধার জন্য পড়াশুনা হয় নি। ভাল ফুটবল খেলোয়াড় ছিলেন। ১৯ বছর বয়সে বিবাহের পর মাটিন কোম্পানীতে পারচেসিং বিভাগে চাকরি করে বাজার-সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন। ১৯০১ খ্রী. মেট্রোপলিটান ট্ৰেডিং কোং নামে ছোট একটি মনিহারী দোকান খোলেন। ক্রমেই শ্ৰীবৃদ্ধি হয় এবং ১৯০৪ খ্রী. বৃহত্তর আবাসে ব্যবসায় স্থানান্তরিত হয়। বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের সময় থেকে দেশী জিনিস যথা, মোষের শিঙের চিরুনী, আলুর (সেলুলয়েড) চুড়ী প্রভৃতির পাইকারী ব্যবসায় আরম্ভ করেন। ১৯১০ খ্রী ঈস্টার্ন-জাপান ট্ৰেডিং কোম্পানী নামে আর একটি কোম্পানী প্রতিষ্ঠা করেন। ১৯১২ খ্ৰী. বিলাতের জেমস হিঙ্কস অ্যান্ড সন্স কোম্পানীর ভারতবর্ষের সোল এজেন্ট হন। ‘বেঙ্গল গ্লাস ওয়ার্কস’ স্থাপনে হেমেন্দ্ৰনাথ সেনের সঙ্গে সহযোগিতা করেন। প্রথম মহাযুদ্ধে বিলাতী দ্রব্যের আমদানি কম হওয়ার সুযোগে কলম, মাথার কাটা, চামড়ার ব্যাগ প্রভৃতি নানাবিধ জিনিসের কারখানা স্থাপন করেন। ১৯২১ খ্রী. অসহযোগ আন্দোলনে যোগ দেন। ১৯১৫ খ্রী. থেকে দক্ষিণ কলিকাতায় ও কলিকাতার উপকণ্ঠে জিলা ও জঙ্গল-পরিপূর্ণ স্থান বাসোপযোগী করে তুলতে সচেষ্ট হন। ১৯৩২ খ্রী. জেসি গলস্টোন ও মঙ্গিরাম বাঙ্গুরের সঙ্গে জমির উন্নয়ন ও বাসগৃহ নির্মাণের একটি প্রতিষ্ঠান গঠন করেন। টালিগঞ্জের জলা ও জঙ্গলাকীর্ণ অঞ্চল বসতির উপযোগী করে সুবিধাজনক শর্তে মধ্যবিত্তদের মধ্যে তিনি বন্দোবস্ত করে দেন। এই উপলক্ষ্যে গঠিত ‘চারুচন্দ্র এস্টেটুস প্রা. লি.’, শাপুরে ‘অভয় পার্ক’, বেলুড়ে ‘বিবেকানন্দনগর’, রিষড়ায় ‘চারুচন্দ্রনগর’, বোলপুরে ‘চারুচন্দ্ৰ পল্লী’ ও স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করে নগর পরিকল্পনায় অগ্ৰণী হন। অন্যান্য বহু শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
পূর্ববর্তী:
« চারুচন্দ্ৰ চক্রবর্তী, জরাসন্ধ
« চারুচন্দ্ৰ চক্রবর্তী, জরাসন্ধ
পরবর্তী:
চারুচন্দ্ৰ বসু »
চারুচন্দ্ৰ বসু »
Leave a Reply