চারুচন্দ্ৰ চক্রবর্তী, জরাসন্ধ (১৯০২ – ২৫.৫.১৯৮১) ব্ৰাহ্মণডাঙ্গা-ফরিদপুর। অম্বিকাচরণ। ১৯২০ খ্রী. হেয়ার স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ে সপ্তম স্থান অধিকার করে ম্যাট্রিক ও ১৯২৬ খ্রী. প্রেসিডেন্সী কলেজ থেকে অর্থনীতিতে এম.এ পাশ করেন। দাৰ্জিলিং-এ ডেপুটি জেলার হিসাবে কর্মজীবন শুরু। তারপর দীর্ঘ তিরিশ বছর নানা জেলে বিভিন্ন পদে সুনাম ও কৃতিত্বের সঙ্গে কাজ করে ১৯৬০ খ্রী আলীপুর সেন্ট্রাল জেলের সুপারিন্টেন্ডেন্ট হিসাবে অবসর গ্রহণ করেন। জরাসন্ধ ছদ্মনামে সাহিত্য রচনা করে খ্যাতিমান হন। জেলের লৌহকপাটের মধ্যে যে মানুষগুলিকে তিনি দেখেছেন তাদের কাহিনী তার উপন্যাসে মূর্ত হয়ে উঠেছে। ১৯৫৪ খ্রী. ‘লৌহকপাট’ ১ম পর্ব গ্রন্থ আকারে প্রকাশিত হয়। তার কুড়ি—একুশখানি উপন্যাসের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য; ‘লৌহকপাট’ (৪পর্ব), ‘তামসী’, ‘পাড়ি’, ‘মসীরেখা’, ‘ন্যায়দণ্ড’, ‘পরশমণি’, ‘উত্তরাধিকার’, ‘তৃতীয় নয়ন’ প্রভৃতি। ‘নিঃসঙ্গ পথিক’ (২ খণ্ড) তার আত্মজীবনীমূলক রচনা। ছোটগল্প সংকলন আছে ছয়খানা। ‘রঙচঙ’, ‘রবিবার’, ‘যমরাজের বিপদ’ প্রভৃতি ছোটদের জন্য লেখা। সাহিত্যকৃতির জন্য শরৎচন্দ্ৰ স্মৃতি পুরস্কার ও মতিলাল পুরস্কার লাভ করেন।
পূর্ববর্তী:
« চারুচন্দ্র সান্যাল, ডাঃ
« চারুচন্দ্র সান্যাল, ডাঃ
পরবর্তী:
চারুচন্দ্ৰ চট্টোপাধ্যায় »
চারুচন্দ্ৰ চট্টোপাধ্যায় »
Leave a Reply