চারুচন্দ্র ঘোষ (৪.২.১৮৭৪ – ১০.৯.১৯৩৪) বিচারপতির পদ লাভ করার পূর্ব পর্যন্ত তিনি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্থাপিত ‘মডারেট’ দলের সম্পাদক ছিলেন। ‘পার্টিশন অফ বেঙ্গল’ নামক পুস্তিকায় তিনি বঙ্গভঙ্গের তীব্ৰ প্ৰতিবাদ করেন। পরবর্তী কালে তিনি ‘বেঙ্গলী’, ‘অমৃতবাজার’ প্রভৃতি পত্রপত্রিকায় দেশপ্রেমমূলক বহু প্ৰবন্ধ লেখেন। বর্তমানে শাসন-বিভাগ থেকে বিচার-বিভাগ পৃথক হয়েছে, কিন্তু এ চিন্তা তখনকার দিনে চারুচন্দ্রের মধ্যেও ছিল। তিনি ২০ ডিসেম্বর ১৯১৩ খ্রী. লন্ডনের ‘নিউ স্টেটসম্যান’ পত্রিকায় ‘সোপারেশন অফ একজিকিউটিভ অ্যান্ড জুডিসিয়ারি’ নামক প্ৰবন্ধ লিখে এই ব্যবস্থার দাবি করেছিলেন। এশিয়াটিক সোসাইটির সভাপতি ছিলেন।
পূর্ববর্তী:
« চারু রায়
« চারু রায়
পরবর্তী:
চারুচন্দ্র দত্ত »
চারুচন্দ্র দত্ত »
Leave a Reply