চাঁদ রায় (? – ১৬০১) শ্ৰীপুর-ঢাকা। বিখ্যাত বারো ভূইয়ার অন্যতম। তিনি বাদশাহ আকবরের অধীনতা গ্ৰহণ করতে অস্বীকার করে আমৃত্যু স্বাধীনতা রক্ষা করে গেছেন। নৌযুদ্ধে পারদর্শী ছিলেন। তার রাজধানী ছিল শ্ৰীপুর। অন্যতম ভূঁইয়া কেদার রায় তাঁর ভ্রাতা।
পূর্ববর্তী:
« চাঁদ মিঞা
« চাঁদ মিঞা
পরবর্তী:
চাঁদ শাহ্ »
চাঁদ শাহ্ »
Leave a Reply