চাঁদ মিঞা১। সন্দীপের ন্যায়মস্তি-নিবাসী মুন্সী চাঁদ মিঞা ১৮৭০ খ্রী. সন্দীপের চতুর্থ বিদ্রোহের নায়ক। তিনি অত্যাচারী ইংরেজ জমিদারের বিরুদ্ধে সন্দীপের হিন্দু-মুসলমান নির্বিশেষে সকল কৃষককে সংগঠিত করে প্ৰত্যক্ষ সংঘর্ষের পথ এড়িয়ে অসহযোগের পথ গ্ৰহণ করেন। তার নির্দেশে কোর্জনের জমিদারির সর্বত্র সকল প্ৰজা সভা-সমিতি করে প্রতিজ্ঞা নেয় যে তারা কারও বাড়িতে জমিদারের আমলা বা আমীনদের স্থান দেবে না, খাদ্যদ্রব্য দেবে না বা তাদের কাছে খাদ্যদ্রব্য বিক্রি করবে না এবং জমি-জরিপে তাদের কোনও রকম সাহায্য করবে না। প্ৰতিজ্ঞাভঙ্গকারী ব্যক্তির বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়। তাদের এই সঙ্ঘবদ্ধ আন্দোলনের ফলে জমিদার শেষ পর্যন্ত এক কপর্দকও খাজনা আদায় বা অন্য কোনও উদ্দেশ্য সিদ্ধ করতে না পেরে সদলবলে সন্দীপ ছেড়ে চলে যায়। এই সময় প্রজাদের কর্তব্য এবং সংগ্রামকৌশল নির্দেশ করে স্থানীয় ভাষায় রচিত একটি ছড়া ক্ররষকদের মুখে মুখে সুর সহযোগে গাওয়া হত।
চাঁদ মিঞা২ (? – ১৪.২.১৯৩২)। ত্রিপুরা সীমান্তের ওপারে হাসানাবাদ গ্রামে ১৪ ফেব্রুয়ারী ১৯৩২ খ্রী. জেলাব্যাপী ‘কৃষক দিবস’ পালন উপলক্ষে হাটখোলার পাশের মাঠে ১৫ হাজার কৃষকের জমায়েতের উপর সশস্ত্ৰ পুলিসের গুলি চলে। তাতে স্বয়ং জনাব চাঁদ মিঞা (৫০, বাদুয়াপাড়া) সহ জনাব আলী (৪৫, কাদরা), মকরম আলী (৫৫, নাউতলা), সামিরুদ্দীন (৬৫, নরপাহিয়া) ও সলিমুদ্দীন (৫০, হাসানাবাদ) নিহত হন।
Leave a Reply