চন্দ্রাবতী (১৫৫০ – !) পাটবাড়ী-ময়মনসিংহ। কবি বংশীদাস ভট্টাচার্য। চিরকুমারী এই কবি ‘রামায়ণ গীত’, ‘মনসা দেবীর গান’, ‘মলুয়া’, ‘দস্যু কেনারাম’ প্রভৃতি গ্ৰন্থ রচনা করেন। এ ছাড়া পিতার ‘মনসার ভাসানে’র কোন কোন অংশও তার রচিত। ‘ময়মনসিংহগীতিকা’ গ্রন্থে আছে-চন্দ্রাবতী পাঠশালার এক সহপাঠী জয়চন্দ্ৰকে ভালবাসেন। কিন্তু জয়চন্দ্ৰ যবনীর প্রেমে পড়ে মুসলমান ধর্ম গ্ৰহণ করায় চন্দ্রাবতী চিরকুমারী থাকেন।
পূর্ববর্তী:
« চন্দ্রশেখর সেন
« চন্দ্রশেখর সেন
পরবর্তী:
চন্দ্ৰকান্ত তর্কালঙ্কার, মহামহোপাধ্যায় »
চন্দ্ৰকান্ত তর্কালঙ্কার, মহামহোপাধ্যায় »
Leave a Reply