চন্দ্ৰশেখর মুখোপাধ্যায় (২৭.১০.১৮৪৯ – ১৯.১০.১৯২২) নদীয়া। বিশ্বেশ্বর। যশস্বী লেখক। বহরমপুর কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা এবং প্রেসিডেন্সী কলেজ থেকে বি.এ. পাশ করে বহরমপুর কলেজিয়েট স্কুলে এবং পুঁটিয়া ইংরেজী স্কুলে শিক্ষকতা করেন। ১৮৮০ খ্রী. বি-এল পাশ করে ওকালতি শুরু করে ব্যবসায় অকৃতকার্য হন। তখন মহারাজা মণীন্দ্ৰচন্দ্ৰ নন্দী তাকে আমৃত্যু মাসিক পঞ্চাশ টাকা বৃত্তি দিয়ে ‘উপাসনা’ পত্রিকা সম্পাদনার কাজে নিযুক্ত করেন। রবীন্দ্রনাথের সম্পাদনা-কালে তিনি ‘বঙ্গদর্শন’ পত্রিকার সাহিত্য-সমালোচক ছিলেন। তার সর্বশ্রেষ্ঠ গদ্যকাব্যগ্রন্থ ‘উদভ্ৰান্তপ্রেম’ প্ৰথমা পত্নীর অকাল মৃত্যুর পর রচিত। অন্যান্য গ্ৰন্থাবলী : ‘মশলা-বাঁধা কাগজ’, ‘সারস্বতকুঞ্জ’, ‘স্ত্রী-চরিত্র’, ‘কুঞ্জলতার মনের কথা’, ‘রসগ্রন্থাবলী’ ইত্যাদি।
পূর্ববর্তী:
« চন্দ্ৰশেখর বসু
« চন্দ্ৰশেখর বসু
পরবর্তী:
চল্লিশ আউলিয়া »
চল্লিশ আউলিয়া »
Leave a Reply