চন্দ্ৰশেখর বসু (১৮৩৩ – ১৯০২) উলা-নদীয়া। কালিদাস। প্রসিদ্ধ দার্শনিক পণ্ডিত। বাল্যে ফারসী, উর্দু ও পরে ইংরেজী শিক্ষা করেন। বরিশাল সরকারী জুনিয়র স্কুল থেকে ১৮৫৫ খ্ৰী. জুনিয়র বৃত্তি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারী পদ লাভ করেন। ক্রমে নীলবিভাগের সেরেস্তাদার ও রেজিস্ট্রর পদে উন্নীত হন। পরে সরকারী কাজে ইস্তফা দিয়ে একজন ইংরেজ নীলকরের ম্যানেজার-পদ গ্ৰহণ করেন। নীল-ব্যবসায় বন্ধ হয়ে গেলে স্ট্র্যান্ড ব্যাঙ্কের সুপারিন্টেন্ডেন্ট হন এবং সবশেষে দ্বারভাঙ্গ রাজ এস্টেটের ম্যানেজার হয়ে বিশেষ কৃতিত্ব প্ৰদৰ্শন করেন। রেভারেন্ড জেমস সেল সাহেব চন্দ্রশেখরের বিবরণ ভিত্তিতেই নীলচাষীদের উপর অত্যাচারের বিবরণ বিলাতে পাঠান। বর্ধমানে অবস্থানকালে ব্ৰাহ্মসমাজ (১৮৫৮), ব্ৰাহ্মবিদ্যালয় (১৮৫৯), ‘ধর্মসংসৎ’ সভা ও ‘ব্রাহ্ম ইউনিয়ন’ মাইনর স্কুল স্থাপন করেন। ‘পরলোকতত্ত্ব’, ‘সৃশটিতত্ত্ব’, ‘প্রলয়তত্ত্ব’, ‘বেদান্ত দর্শন’ ইত্যাদি কয়েকটি গ্রন্থের তিনি রচয়িতা। তার পুত্রদের মধ্যে শশিশেখর, রাজশেখর ও গিরীন্দ্ৰশেখর স্ব স্ব ক্ষেত্রে বিখ্যাত।
পূর্ববর্তী:
« চন্দ্ৰশেখর দেব
« চন্দ্ৰশেখর দেব
পরবর্তী:
চন্দ্ৰশেখর মুখোপাধ্যায় »
চন্দ্ৰশেখর মুখোপাধ্যায় »
Leave a Reply