চন্দ্ৰশেখর দেব (১৮১০ – ১৮৭৯) কোন্নগর-হুগলী। হিন্দু কলেজের ছাত্র, সরকারী ডেপুটি কালেক্টর, রামমোহন রায়ের আদি শিষ্যমন্ডলীর অন্যতম। ব্ৰাহ্মসমাজ স্থাপনায় (২০.৮.১৮২৮) প্রধান উৎসাহী, পৌত্তলিকতাবিরোধী এবং স্ত্রীজাতির মুক্তিকামী ও শিক্ষাবিস্তারে আগ্রহী ছিলেন। হিন্দু বিনেভোলেন্ট ইনস্টিটিউশনে বহু অর্থদান করেন। খ্ৰীষ্টান মিশনারীদের প্রভাব এড়ানোর প্রচেষ্টায় রাধাকান্ত দেবের সহযোগী ছিলেন। হিন্দু চ্যারিটেবল ইনস্টিটিউশনের অন্যতম প্রতিষ্ঠাতা। ১৮২৩ খ্রীঃ ৩নং রেগুলেশনের বিরোধিতায় সংবাদপত্র দলনের প্রতিবাদে অন্যান্য বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে টাউন হলের সভায় (৫.১.১৮৩৫) সরকারকে অবহিত করার চেষ্টা করেন। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি স্থাপনে (২০০৪-১৮৪৩) উদ্যোগী ছিলেন। সে আমলের ব্রিটিশ রাজনীতিজ্ঞ জর্জ টমসনের সঙ্গেও তাঁর হৃদ্যতা ছিল। ১৮৫১ খ্রী. ‘জ্ঞানোদয়’ সংবাদপত্র সম্পাদনা করেন।
পূর্ববর্তী:
« চন্দ্ৰশেখর দাস
« চন্দ্ৰশেখর দাস
পরবর্তী:
চন্দ্ৰশেখর বসু »
চন্দ্ৰশেখর বসু »
Leave a Reply