চন্দ্ৰশেখর দাস। অদ্বৈতাচার্যের শিষ্য এই যাত্রাওয়ালাকে বাঙলাদেশে যাত্রার স্রষ্টা বলা হয়। তার রচিত যাত্ৰা-পালার নাম ‘হরিবিলাস’। পরে ঐ যাত্রা ‘শেখরী যাত্ৰা’ নামে প্ৰসিদ্ধিলাভ করে। হরিবিলাস পালায় তার শিষ্য জগদানন্দ ‘রাই’ সাজতেন।
পূর্ববর্তী:
« চন্দ্ৰশেখর কালী
« চন্দ্ৰশেখর কালী
পরবর্তী:
চন্দ্ৰশেখর দেব »
চন্দ্ৰশেখর দেব »
Leave a Reply