চন্দ্ৰশেখর কর (১৮৬১ – ?) মির্জাপুর—যশোহর। ডেপুটি ম্যাজিষ্ট্রেট ছিলেন। পাঠ্যাবস্থায় যুক্তাক্ষরবিহীন ‘শারদাবকাশ’ কাব্যগ্রন্থ এবং পরে অনেকগুলি উপন্যাস রচনা করেন। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘অনাথ বালক’, ‘সুরবালা’, ‘সৎকথা’, ‘ছ আনাজ’, ‘পাপের পরিণাম’ প্রভৃতি। নবদ্বীপের পণ্ডিতমণ্ডলী কর্তৃক ‘বিদ্যাবিনোদ’ উপাধিতে ভূষিত হন। কৃষ্ণনগরের স্থায়ী অধিবাসী ছিলেন।
পূর্ববর্তী:
« চন্দ্ৰমুখী বসু
« চন্দ্ৰমুখী বসু
পরবর্তী:
চন্দ্ৰশেখর কালী »
চন্দ্ৰশেখর কালী »
Leave a Reply