চন্দ্রমোহন বিশ্বাস (১৮৪৮ – ১৯২৩) হোসেনপুর-কিশোরগঞ্জ, ময়মনসিংহ। ময়মনসিংহ জেলায় ব্ৰাহ্ম আন্দোলনের অন্যতম বিশিষ্ট ব্যক্তি। নিষ্ঠাবান ব্ৰহ্মজ্ঞানী সাধকরূপে পরিচিত ছিলেন। ‘কন্যাপ্যেবং পালনীয়া শিক্ষনীয়াতি যত্নতঃ’ এই নীতি অনুসারে তিনিও তার পাঁচ কন্যাকে উচ্চশিক্ষা দিয়েছিলেন। একটি বালিকা বিদ্যালয়ও স্থাপন করেন। পরে মুক্তাগাছার জমিদার আচাৰ্য-চৌধুরী বংশের বিদ্যাময়ী দেবীর নামে এই বিদ্যালয়ের নামকরণ হয়। সেবাব্রতী এবং আদর্শ কমিরূপে তার খ্যাতি ও প্রভাব জেলার সর্বত্ৰ প্ৰায় কিংবদন্তীর মতন ছিল। ময়মনসিংহে স্বদেশী আন্দোলনেও তিনি প্ৰত্যক্ষভাবে অংশ গ্ৰহণ করেছিলেন।
পূর্ববর্তী:
« চন্দ্রমণি ন্যায়ভূষণ
« চন্দ্রমণি ন্যায়ভূষণ
পরবর্তী:
চন্দ্রশেখর সেন »
চন্দ্রশেখর সেন »
Leave a Reply