চন্দ্ৰমুখী বসু (১৮৬০ – ১৯৪৪)। ভুবনমোহন। দেরাদুন প্রবাসী বাঙালী খ্ৰীষ্টান পরিবারের কন্যা। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম-এ (১৮৮৪)। দেরাদুন নেটিভ খ্ৰীষ্টান স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষার অনুমতি পান (১৮৭৬)। জুনিয়র পরীক্ষা বোর্ড প্ৰবেশিকা-মানসম্পন্ন ছাত্রী বলে তাকে স্বীকার করলেও বঙ্গ মহিলা বিদ্যালয় স্বীকার করে নি। ভাইস-চ্যান্সেলর কর্তৃক টেস্ট পরীক্ষারপর দুজন মহিলা-কাদম্বিনী বসু ও সরলা দাস প্রবেশিকা পরীক্ষা দেবার অনুমতি পান (১৮৭৮)। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্ৰবেশিকা পরীক্ষোত্তীর্ণা নারী বেথুন স্কুলের কাদম্বিনী বসু (গাঙ্গুলী)। ১৮৮০ খ্রী. ফ্রি চার্চ নির্মাল স্কুল থেকে চন্দ্ৰমুখী ২য় বিভাগে এবং বেথুন স্কুল থেকে কাদম্বিনী ৩য় বিভাগে এফ.এ. পাশ করেন। ঐ বছর থেকে অহিন্দু ছাত্রীদেরও বেথুন স্কুলে পড়ার অধিকার স্বীকৃত হওয়ায় তিনি ঐ স্কুলের বি.এ. ক্লাশে ভর্তি হন। ১৮৮৩ খ্রী তিনি ও কাদম্বিনী বি-এ, এবং ১৮৮৪ খ্রী. তিনি একা মহিলা ইংরেজী অনার্সসহ এম.এ. পাশ করেন। বেথুন কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু (১৮৮৬)। ১৮৮৮ খ্রী. কলেজ বিভাগ স্কুল থেকে পৃথক হলে তিনি তার প্রথম অধ্যক্ষা হন। অসুস্থতার জন্য ১৯০১ খ্রী. অবসর-গ্ৰহণ করেন। স্বামী পণ্ডিত কেশ্বরানন্দ মমগায়েন। অবসর-জীবন দেরাদুনে কাটান। রসরাজ অমৃতলালের তিনি জ্ঞাতি (খুল্লতাত) ভগিনী।
পূর্ববর্তী:
« চন্দ্ৰমাধব ঘোষ, স্যার
« চন্দ্ৰমাধব ঘোষ, স্যার
পরবর্তী:
চন্দ্ৰশেখর কর »
চন্দ্ৰশেখর কর »
Leave a Reply