চন্দ্ৰমাধব ঘোষ, স্যার (২৮.২.১৮৩৮ – ২০.১.১৯২৮) বিক্রমপুর-ঢাকা। রায়বাহাদুর দুৰ্গাপ্রসাদ। কলিকাতা হাইকোর্টের লব্ধপ্ৰতিষ্ঠা বিচারপতি। কলিকাতা হিন্দু কলেজের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয় প্ৰতিষ্ঠার পর প্রথম দলের প্রবেশিকা পরীক্ষোৰ্ত্তীর্ণদের মধ্যে তিনিও একজন। ১৮৫৯ খ্রী. আইন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্ধমানে সরকারী উকিল নিযুক্ত হন। কিছুদিনের জন্য ডেপুটি কালেক্টরের পদে বৃত ছিলেন। পরে দ্বারকানাথ মিত্রের সহকারী হয়ে কলিকাতা হাইকোর্টে ওকালতি শুরু করেন। এই সময়ে তিনি প্রেসিডেন্সী কলেজের আইনের অধ্যাপকও ছিলেন। ১৮৮৪ খ্রী. বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য মনোনীত হন এবং ১৮৮৫ খ্রী. হাইকোর্টের বিচারপতির পদ লাভ করেন। কিছুকালের জন্য হাইকোর্টের অস্থায়ী প্ৰধান বিচারপতিও হয়েছিলেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো, আইন-বিভাগীয় পরামর্শসভার অধ্যক্ষ এবং বঙ্গীয় কায়স্থ সভার অন্যতম প্রতিষ্ঠাতা।
পূর্ববর্তী:
« চন্দ্ৰবৰ্মা
« চন্দ্ৰবৰ্মা
পরবর্তী:
চন্দ্ৰমুখী বসু »
চন্দ্ৰমুখী বসু »
Leave a Reply