চন্দ্ৰনারায়ণ ন্যায়পঞ্চানন (? – ১৮৩৩) ধানুক-ইদিলপুর-ফরিদপুর। কৃষ্ণজীবন ন্যায়ালঙ্কার। প্ৰখ্যাত নৈয়ায়িক পণ্ডিত। পিতা তার শিক্ষাগুরু। নব্যন্যায়ে তার রচিত ‘চান্দ্রনারায়ণী’ পত্রিকা নবদ্বীপাদি সমাজে প্রচারিত হয়েছিল। শেষ-বয়সে তিনি কাশীতে কাটান। তার প্রতিষ্ঠিত তারামূর্তি কাশীতে পূজিত হয়। ১৮১৩ খ্রী তিনি কাশী সংস্কৃত কলেজে ন্যায়ের অধ্যাপক নিযুক্ত হয়ে আমৃত্যু সেখানে অধ্যাপনা করেন। পত্রিকা ব্যতীত তিনি পৃথক টীকা-টিপ্পনী, কুসুমাঞ্জলির টীকা ও ন্যায়সূত্রের বৃত্তি রচনা করেছিলেন।
পূর্ববর্তী:
« চন্দ্ৰনাথ মিত্র, রায়বাহাদুর
« চন্দ্ৰনাথ মিত্র, রায়বাহাদুর
পরবর্তী:
চন্দ্ৰবৰ্মা »
চন্দ্ৰবৰ্মা »
Leave a Reply