চন্দ্ৰনাথ মিত্র, রায়বাহাদুর (? – ১৮৯৯) চাঁদড়া-হুগলী। ১৮৫৫ খ্ৰী. পূর্তবিভাগে কাজ নিয়ে লাহোর-প্রবাসী হন। পাঞ্জাবে শিক্ষাবিস্তারে উদ্যোগী বাঙালীদের অন্যতম। পাঞ্জাব সরকারের শিক্ষাবিভাগে যোগদানের পর, সেন্ট্রাল মডেল স্কুলের প্রধান-শিক্ষক এবং গভর্নমেন্ট বুক ডিপোর কিউরেটর হন। অবসর-গ্রহণের পর পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের পদ পান। স্ত্রীশিক্ষা-বিস্তারের চেষ্টায় পর্দানশীন বালিকা ও মহিলাদের জন্য ভিক্টোরিয়া বালিকা বিদ্যালয় স্থাপন করেন। লাহোর কালীবাড়ির তত্ত্বাবধায়ক ও ওরিয়েন্টাল কলেজ কমিটির সম্পাদক ছিলেন। শিকারপুর ও গুজরানওয়ালায় জমিদারী ছিল।
পূর্ববর্তী:
« চন্দ্ৰনাথ বসু
« চন্দ্ৰনাথ বসু
পরবর্তী:
চন্দ্ৰনারায়ণ ন্যায়পঞ্চানন »
চন্দ্ৰনারায়ণ ন্যায়পঞ্চানন »
Leave a Reply