চন্দ্ৰকিশোর ন্যায়রত্ন, মহামহোপাধ্যায় (১২৪১ – ১৩৩৮ ব.) সাহাপুর—ত্রিপুরা। রামচন্দ্র তর্কালঙ্কার। লব্ধপ্রতিষ্ঠ নৈয়ায়িক পণ্ডিত। ত্রিপুরা জেলার সুহীনপুর, ঢাকার বিক্রমপুর, নবদ্বীপ প্রভৃতি স্থানে বিভিন্ন পন্ডিতের নিকট নানা শাস্ত্ৰ অধ্যয়ন করে ‘ন্যায়রত্ন’ উপাধি লাভ করেন। ত্রিপুরারাজ্যের দ্বারপণ্ডিতের পদ না নিয়ে স্বগৃহে পিতৃপ্রতিষ্ঠিত চতুষ্পাঠীতে একাদিক্ৰমে ৬৮ বৎসর শিক্ষাদান-ব্ৰত উদযাপন করেছেন। ১৯৩১ খ্রী. ‘মহামহোপাধ্যায়’ উপাধিতে ভূষিত হন।
পূর্ববর্তী:
« চন্দ্ৰকান্ত বসুঠাকুর
« চন্দ্ৰকান্ত বসুঠাকুর
পরবর্তী:
চন্দ্ৰনাথ বসু »
চন্দ্ৰনাথ বসু »
Leave a Reply