চন্দ্ৰকান্ত তর্কালঙ্কার, মহামহোপাধ্যায় (নভেম্বর ১৮৩৬ – ২.২.১৯১০) সেরপুর-ময়মনসিংহ। রাধাকান্ত সিদ্ধান্তবাগীশ। প্ৰথমে পিতার নিকট, পরে বিক্রমপুরে ও নবদ্বীপে স্মৃতি, ন্যায় ও বেদান্ত পাঠ শেষ করে তর্কালঙ্কার উপাধিতে ভূষিত হন। ১৮৩৩ খ্ৰী থেকে ১৮৯৭ খ্রী. সংস্কৃত কলেজে অধ্যাপনা করেন। অবসর গ্রহণের পর তিনি বেদান্তদর্শনের প্রবন্ধ রচনার জন্য কলিকাতায় গোপাল বসু-মল্লিক প্রদত্ত বার্ষিক (৫ হাজার টাকা) বৃত্তি পাঁচ বছর ভোগ করেন। তিনি এশিয়াটিক সোসাইটির সম্মানিত সদস্য, বঙ্গীয় সাহিত্য পরিষদের বিশেষ সদস্য ও পরে সহ-সভাপতি হন। রাণী ভিক্টোরিয়ার রাজত্বকালের জুবিলী উৎসবে (১৮৮৭) প্রাচ্যবিদ্যায় কৃতিত্বের জন্য প্রথম যারা ‘মহামহোপাধ্যায়’ উপাধি লাভ করেন তিনি তাদের অন্যতম। কাব্য, নাটক, বৈদিক ব্যকরণ, স্মৃতি, দর্শন, ন্যায়, অলঙ্কার প্রভৃতি বহু বিষয়ে গ্ৰন্থ রচনা করেন। তার সর্বশ্রেষ্ঠ রচনা; ‘গোভিল গৃহ্যসূত্রের টীকা’। এই গ্ৰন্থ রচনার জন্য তিনি বহু পাশ্চাত্য পণ্ডিত কর্তৃক সংবর্ধিত হন।
পূর্ববর্তী:
« চন্দ্রাবতী
« চন্দ্রাবতী
পরবর্তী:
চন্দ্ৰকান্ত বসুঠাকুর »
চন্দ্ৰকান্ত বসুঠাকুর »
Leave a Reply