চন্ডীচরণ বর্ধন (ডিসেম্বর ১৮৬০ – ২২-৫-১৯০৮) কলিকাতা। উমাচরণ। শিক্ষাব্ৰতী। অর্থাভাবে স্কুলের পড়া সমাপ্ত করতে না পারলেও নিজের চেষ্টায় অনেক পড়াশুনা করেছেন। আত্মসম্মান ক্ষুন্ন হওয়ায় ব্রিটিশ ক্যাম্পের কেরানীর চাকরি ছেড়ে দেন। দেবপ্রসাদ সর্বাধিকারী, গোপালচন্দ্ৰ শাস্ত্রী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের সহায়তায় ১৮৮৩ খ্রী. হিন্দু বয়েজ স্কুল প্রতিষ্ঠা করে আমৃত্যু তাঁর সঙ্গে নানাভাবে জড়িত থাকেন। ভাষাতত্ত্ববিদ সুনীতিকুমার চট্টোপাধ্যায় এই বিদ্যালয়ের ছাত্র। তারই ইচ্ছায় ১৯৪৯ খ্রী. প্রতিষ্ঠাতার নামে এই স্কুলের নামকরণ করা হয় ‘চণ্ডীচরণ হাই স্কুল’। সাহিত্যচর্চা, বৈজ্ঞানিক বিষয়ে সমালোচনা, সঙ্গীত ও বাদ্যযন্ত্রশিক্ষা, জ্যোতিষশাস্ত্র প্রভৃতি বিভিন্ন বিষয়ে তাঁর আগ্রহ ছিল। ধৰ্মমূলক ‘ধ্রুবচরিত্র’ নাটক ও দু খণ্ডে ‘Geography in Rhymes’ রচনা করেন। তাঁর এক ভ্রাতা মণি নৃত্যশিল্পী, অপর এক ভ্ৰাতা পান্নালাল বাঙলার সার্কাস নিয়ে ফ্রান্সে গিয়েছিলেন।
পূর্ববর্তী:
« চণ্ডীদাস ন্যায়-তর্কতীর্থ, মহামহোপাধ্যায়
« চণ্ডীদাস ন্যায়-তর্কতীর্থ, মহামহোপাধ্যায়
পরবর্তী:
চন্দ্র চক্রবর্তী »
চন্দ্র চক্রবর্তী »
Leave a Reply