চঞ্চলকুমার বন্দ্যোপাধ্যায়। প্রখ্যাত কাটুনিস্ট ও ইলাষ্ট্রেটর। এক সময়ে ওরিয়েন্টাল আর্ট সোসাইটিতে শিক্ষকতা করতেন। তার বেশিরভাগ ছবি প্ৰকাশিত হয়েছিল বসুমতী মাসিক সংখ্যায় ও বসুমতী সম্পাদিত গ্রন্থাবলীতে। ত্ৰৈলোক্যনাথের গল্পের ব্যঙ্গরস ও অদ্ভুত আজগুবীত্ব মেজাজ তার হাস্যরসাত্মক ছবির মধ্যে তিনি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। তার কাটুন ভারতবর্ষ, আগমনী, বিচিত্ৰা প্রভৃতি পত্রপত্রিকাতেও ছাপা হয়েছে। ১৯৩৮/৪০ খ্রীঃ ৪৫ বছর বয়সে তার মৃত্যু।
পূর্ববর্তী:
« চক্ৰপাণি দত্ত
« চক্ৰপাণি দত্ত
পরবর্তী:
চণ্ডীচরণ দাস »
চণ্ডীচরণ দাস »
Leave a Reply