চক্ৰপাণি দত্ত। সুপ্ৰসিদ্ধ আয়ুৰ্বেদশাস্ত্ৰ-বিশারদ ও গবেষক। একাদশ শতকের শেষার্ধে বরেন্দ্ৰভূমির অন্তৰ্গত ময়ূরেশর গ্রামে লোধ্রবলী বংশে জন্ম। ষোড়শ শতকের টীকাকার শিবদাস সেনের মতে চক্ৰপাণির পিতা নারায়ণ গৌড়াধিপতি নয়পাল দেবের (১০৪০-৭০) কর্মচারী ছিলেন। চক্ৰপাণি সে-যুগের শ্রেষ্ঠ সর্বভারতীয় রোগনিদানবিদদের অন্যতম এবং তাঁর ভ্রাতা ভানুও রোগনিদানশাস্ত্ৰে সুপণ্ডিত ও সুচিকিৎসক ছিলেন। চক্ৰপাণির গুরুর নাম নরদত্ত। তার শ্রেষ্ঠ মৌলিক গ্ৰন্থ ‘চিকিৎসা-সংগ্ৰহ’। সুপ্ৰসিদ্ধ বৈদ্যক গ্ৰন্থ ‘চক্রদত্ত’ এগ্রন্থেরই নামান্তর। চিকিৎসাশাস্ত্রে তাঁর অপর দু’খনি প্ৰসিদ্ধ গ্ৰন্থ : ‘দ্রব্যগুণ’ ও ‘সর্বসারসংগ্ৰহ’। তিনি চরকসংহিতার উপর ‘চরকতত্ত্বপ্ৰদীপিকা’ নামে টীকা ও সুশ্রুতের উপর ‘ভানুমতী’ টীকা রচনা করেন। মাধব-নিদানের উপরও তার টীকা পাওয়া যায়। এ ছাড়াও ‘ব্যকরণতত্ত্বচন্দ্ৰিকা’ এবং কোষগ্রন্থ ‘শব্দচন্দ্ৰিকা’ তাঁরই রচনা বলে জানা যায়। তিনি ‘চরকচতুরানন’ ও ‘সুশ্ৰুতসহস্ৰনয়ন’ উপাধিতে ভূষিত ছিলেন।
পূর্ববর্তী:
« চআন মসতান
« চআন মসতান
পরবর্তী:
চঞ্চলকুমার বন্দ্যোপাধ্যায় »
চঞ্চলকুমার বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply