জর্জ আব্রাহাম গ্রিয়র্সন (৭.১.১৮৫১ – ৭.৩.১৯৪১) আয়ার্ল্যাণ্ড। তিনি ডাবলিন, কেমব্রিজ ও জার্মানীর হালে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। আই. সি. এস. হয়ে ১৮৭৩ খ্রী. ভারতে আসেন। বাঙলা প্রদেশের (বর্তমান বাঙলা, বিহার, ওড়িশা) বিভিন্ন জেলায় ম্যাজিষ্ট্রেট, স্কুল ইনস্পেক্টর ও অহিফেন এজেন্টরূপে সরকারী কাজে নিযুক্ত ছিলেন। কর্মজীবনের প্রথম অধ্যায়ে সংস্কৃত, বিভিন্ন প্ৰাকৃত, পুরাতন হিন্দী, মৈথিলী, মাগধী, ভোজপুরী, ছত্তিশগড়ী এবং বাংলা প্রভৃতি কথ্যভাষার অনুশীলন করেন। রংপুরে অবস্থানকালে রংপুরের উপভাষা বিষয়ে আলোচনা করেন। এই আলোচনা এশিয়াটিক সোসাইটির পত্রিকায় (১৮৭৭) প্ৰকাশিত হয়। তিনি উত্তরবঙ্গের জনপ্ৰিয় লোককাব্য ‘মানিকচন্দ্রের–গান’ সংগ্ৰহ করে তার ইংরেজী অনুবাদসহ নাগরী লিপিতে (১৮৭৮) ও পরে ‘গোপীচাঁদের গীত’ অনুবাদসহ ঐ পত্রিকায় প্রকাশ করেন। ভাষা বিষয়ে তার আলোচনা ও সাহিত্য-সংগ্রহের নিদর্শন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘seven Grammars of the Dialects and Subdialects of Bihari Language’ (আট খন্ডে), ‘An Introduction of the Maithili Language of North India’, ‘Bihar Peasant Life’ প্রভৃতি। গ্ৰিয়র্সনকে কর্ণধার করে Linguistic Survey of India নামে যে সংস্থা গঠিত হয়, তাতে তিনি ভারতে ভাষা-সমীক্ষার পক্ষে প্রয়োজনীয় উপাদানসমূহ সংগ্রহের কাজে লিপ্ত থাকেন (১৮৯৮ – ১৯০২)। ১৯০৩ খ্রী. সরকারী চাকরি থেকে অবসর নিয়ে বিলাতে ফেরেন এবং লন্ডনের সন্নিকটস্থ ক্যাম্বার্লে পল্লীতে জীবনের শেষ ৩৮ বছর ভারততত্ত্বের সাধনায় ব্যাপৃত থাকেন। এই সময়ে ‘Linguistic Survey of India’ ২০ খন্ডে প্রকাশ করেন।
পূর্ববর্তী:
« জয়শ্রী কবির
« জয়শ্রী কবির
পরবর্তী:
জলধর চট্টোপাধ্যায় »
জলধর চট্টোপাধ্যায় »
Leave a Reply